ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপেক্ষা বাড়ছে মেসির

প্রকাশিত: ১১:৫৮, ৩০ আগস্ট ২০১৯

অপেক্ষা বাড়ছে মেসির

স্পোর্টস রিপোর্টার ॥ প্রিয় খেলার মাঠে ফিরতে অপেক্ষা আরও বেড়েছে লিওনেল মেসির। স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হয়ে গেছে। কিন্তু চোটের কারণে প্রিয় দল বার্সিলোনার হয়ে মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন তারকা। দ্বিতীয় ম্যাচে খেলার কথা থাকলেও ফিটনেস ফিরে না পাওয়ায় খেলা হয়নি। ধারণা করা হচ্ছিল শনিবার ওসাসুনার বিরুদ্ধে বার্সার তৃতীয় ম্যাচে মাঠে নামবেন। কিন্তু সেটাও হচ্ছে না। সবমিলিয়ে চলতি মাসে আর মাঠে ফেরা হচ্ছে না পাঁচবারের ফিফাসেরা তারকার। এখন যে অবস্থা তাতে আন্তর্জাতিক বিরতির আগে আর ক্লাবের হয়ে মাঠে নামা হচ্ছে না মেসির। বার্সার পরের ম্যাচের পর শুরু হবে আন্তর্জাতিক বিরতি। বিরতি শেষে বার্সা আবার ম্যাচ খেলবে আগামী ১৪ সেপ্টেম্বর। বিরতিতে দেশের হয়েও খেলতে পারবেন না মেসি। কেননা জাতীয় দলের হয়ে আপাতত নিষিদ্ধ আছেন। সবমিলিয়ে বাজে সময়ই অতিবাহিত করছেন বার্সার ক্ষুদে জাদুকর। ব্যক্তিগত অনুশীলনে ফিরলেও দলের সঙ্গে এখনও অনুশীলন করতে পারেননি মেসি। প্রত্যাশার চেয়ে সেরে উঠতে বেশি সময়ই লাগছে। বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডেও মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না। এদিকে দুই তারকা খেলোয়াড় জেমস রড্রিগুয়েজ ও রাদামেল ফ্যালকাওকে ছাড়াই আগামী মাসে ব্রাজিল ও ভেনিজুয়েলার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে কলম্বিয়া। ইনজুরি আক্রান্ত দুই ফুটবলারকে বাইরে রেখে দল ঘোষণা করেছেন দেশটির কোচ কার্লোস কুইরোজ। দেশের হয়ে রেকর্ড গোলের অধিকারী ফ্যালকাও পায়ের গোড়ালির ইনজুরিতে আক্রান্ত। আর সর্বকালের সর্বাধিক গোলদাতার তালিকার তৃতীয়স্থানে থাকা রড্রিগুয়েজ গত সপ্তাহের শেষভাগে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় রিয়াল ভ্যালাডোলিডের বিরুদ্ধে ডান পায়ের কাফের ইনজুরিতে পড়েছেন। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্যার এ্যালেক্স ফার্গুসনের সাবেক সহকারী কুইরোজ বলেন, আমরা ফিফা র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে থাকা কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মোকাবেলা করতে যাচ্ছি। এটি নিজেদের অবস্থান যাচাই করে দেখার দারুণ সুযোগ। আগামী ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ব্রাজিলের বিরুদ্ধে লড়বে কলম্বিয়া। এর চারদিন পর টাম্পায় ভেনিজুয়েলার মুখোমুখি হবে তারা। গত মাসে কোপা আমেরিকায় খেলার পর এটি হবে কলম্বিয়ার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। কোপায় কোয়ার্টার ফাইনালে চিলির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল কলম্বিয়াকে।
×