ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে ভিশন ‘২১ ও ‘৪১ শীর্ষক অবহিতকরণ সভা

প্রকাশিত: ০৪:০৩, ২৯ আগস্ট ২০১৯

  আদমদীঘিতে ভিশন ‘২১ ও ‘৪১ শীর্ষক অবহিতকরণ সভা

নিজস্ব সংবাদদাদা, সান্তাহার ॥ বগুড়ার আদমদীঘিতে উন্নত রাস্ট্র ও জাতি গঠনে সকল সেক্টরে ব্যাপক অর্জন, প্রধানমন্ত্রীর ১০টি বিষেশ উদ্যোগ, এসডিজি অর্জন, দূর্নীতি, গুজব, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং ভিশন ২০১২ ও ২০৪১ এর লক্ষ ও অর্জন সমূহ জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি শীর্ষক এক আলোচনা সভা ও উন্নয়ন বিষয়ক সঙ্গীতানুষ্ঠান করা হয়েছে। জেলা তথ্য অফিস এর আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মনজু আরা বেগম। জেলা তথ্য কর্মকতা মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রহিম, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আমবিয়া লুলু, দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ হারেজুজ্জামান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মিহির কুমার সরকার, বিআরডিবি’র উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমূখ। শেষে গণযোগাযোগ অধিদপ্তর বগুড়া জেলা তথ্য অফিসের শিল্পীরা সরকারের উন্নয়ন বিষয়ক সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।
×