ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কারও জীবনের নিরাপত্তা নেই ॥ ফখরুল

প্রকাশিত: ১২:৪৮, ২৯ আগস্ট ২০১৯

কারও জীবনের নিরাপত্তা নেই ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে আইনের শাসন নেই অভিযোগ করে তা না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী তরুণ নেতৃত্ব ধ্বংস করতেই সরকার বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাদের গ্রেফতার অব্যাহত রেখেছে। দেশের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক ও মৌলিক অধিকার বর্তমান সরকারের দলন-পীড়নে ক্ষতবিক্ষত। তাই অপরাধ না করেও অপরাধী হওয়া নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি মহাসচিব বলেন, বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং নেতাকর্মীসহ সাধারণ নাগরিকের মনে ভীতি সঞ্চার করতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে গ্রেফতার, নির্যাতন করে গণতন্ত্রকামীদের নিস্তব্ধ করা যাবে না। প্রতিটি গ্রেফতারের ঘটনাতেই বিএনপির নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি উদ্দীপ্ত ও অঙ্গীকারাবদ্ধ হবে। জাহাঙ্গীরের মুক্তি দাবি করেছে ঢাকা মহানগর বিএনপি ॥ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসাধারণ সম্পাদক ও নিউ মার্কেট থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ও ভারপ্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব।
×