ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ০১:১৬, ২২ আগস্ট ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

অনলাইন রিপোর্টার ॥ কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যংয়ে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। সেসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার ভোররাতে হোয়াইক্যংয়ের উলুবনিয়া নাফনদী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুতুপালং রোহিঙ্গা শিবিরের মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. সাকের (২২) ও টেকনাফের মুচনী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম (৩০)। টেকনাফের ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাফনদী দিয়ে ইয়াবার একটি চালান প্রবেশের খবর পেয়ে তারা অভিযানে যান। বিজিবির অবস্থান টের পেয়ে গুলিছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ, অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।
×