ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নড়াইলে দু’টি মেশিন পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ০৩:৫৬, ২৩ মে ২০১৯

নড়াইলে দু’টি মেশিন পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলের নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের চান্দেরচর এলাকায় নবগঙ্গা নদীতে অবৈধ ভাবে বালি উত্তোলনকালে দু’টি মেশিন পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দু’টি মেশিন পুড়িয়ে দেয়া হয়। তবে এ সময় মেশিনের মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, মাউলি ইউনিয়নের চান্দেরচর এলাকায় নবগঙ্গা নদীতে অবৈধ ভাবে বালি উত্তোলনকালে দু’টি মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে। তবে মেশিনের মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তাদের চিহিৃত করার চেষ্টা চলছে। এদিকে, গত ১৬ মে দুপুরে নড়াইলের নড়াগাতি থানার আঠারোবাকি নদীর বল্লাহাটি নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দু’টি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়। এ সময় আরও চারটি ড্রেজার মেশিন জব্দ করে মালিকপক্ষকে সরিয়ে নেয়ার জন্য দু’দিন সময় বেঁধে দেয়া হয়েছিল। জানা যায়, স্থানীয় প্রভাবশালীমহল বেশ কয়েকদিন ধরে আঠারোবাকি ও নবগঙ্গা নদীতে মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। বিষয়টি এলাকার সচেতনমহল প্রতিবাদ করলে উর্ধ্বতন কর্তৃপক্ষ বন্ধের জন্য মাঠে নামেন। নদী ভাঙন রক্ষায় অবৈধ ভাবে বালিকাটা বন্ধে খুশি হয়েছেন সচেতনমহলসহ এলাকাবাসী।
×