ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদে নাগরিক টিভিতে মৃত্তিক মিরাজের ধারাবাহিক ‘স্কাইম্যান’

প্রকাশিত: ০৯:১৪, ২৮ এপ্রিল ২০১৯

ঈদে নাগরিক টিভিতে মৃত্তিক মিরাজের ধারাবাহিক ‘স্কাইম্যান’

স্টাফ রিপোর্টার ॥ গতানুগতিক ধারা থেকে বেরিয়ে বাংলা নাটকে নতুন মাত্রা সংযোজনের চেষ্টা করছেন সৃজনশীল তরুণ নির্মাতা মৃত্তিক মিরাজ। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বেসরকারী টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে প্রচার হবে তার পরিচালিত ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘স্কাইম্যান’। নাটকটি রচনা ও চিত্রনাট্য করছেন পরিচালক নিজেই। প্রযোজনা করেছেন এম এ আউয়াল।ছোট পর্দার জন্য বেশ কয়েকটি বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র নির্মাণ করলেও ‘স্ক্যাইম্যান’ দিয়েই ব্যতিক্রমধর্মী এই তরুণ নির্মাতার নাটকে অভিষেক হতে যাচ্ছে। সততার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কেন্দ্র করে ‘স্কাইম্যান’ নাটকের গল্প আবর্তিত হয়েছে। নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নুর সজল ও ইশানা। আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, শামীম আহমেদ, সঞ্জীব আহমেদ, সুষমা সরকারসহ আরও অনেকে। পরিচালক মৃত্তিক মিরাজ বলেন, হীরা গ্রহ থেকে একটি প্রাণী বাংলাদেশের এক গ্রামে আসে। ‘স্কাইম্যান’ নামক এই অপরিচিত প্রাণীটির কাছে কেউ যেতে পারে না, কারণ সে সৎ ও সত্যবাদী মানুষ প্রাণী ব্যতীত কাউকে কাছে আসতে দেয় না। এদিকে ‘স্কাইম্যান’কে একনজর দেখার জন্য মরিয়া মানুষদের বোকা বানিয়ে নানান ব্যবসার ফন্দী আঁটে অসাধু একদল ব্যবসায়ী। ‘হেনীর হুজুরের’ পানিপড়া, ‘আয়না খালার’ সুতা পড়া, ‘রসুন বাবার’ রসুন পড়ার রমরমা ব্যবসা শুরু হয়। মৃত্তিক মিরাজ আরও বলেন, অন্যদিকে গ্রামের চেয়ারম্যানের টার্গেট স্কাইম্যানের কাছ থেকে কিভাবে হীরেটা আনা যায়। এই নিয়ে চলে ষড়যন্ত্র। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়। আশাকরি নাটকটি দেখে দর্শকদের ভাল লাগবে এমনটাই প্রত্যাশা নির্মাতার।
×