ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৭:৩৬, ৩০ নভেম্বর ২০১৮

কবিতা

ধ্যানী নাসির আহমেদ ঘুমায়ওনি সারারাত। হয়ত কখনো আর জাগতিক ঘুম তোমাকে ছোঁবে না। তবু মনে হবে ঘুমের অমল দীপ্তি ছড়িয়ে রয়েছে বন্ধ চোখের পাতায়। এমন ঘুমের জাদু করায়াত্তে যার, তিনি ঋষি ও প্রেমিক, তিনি আত্মপরহীন মগ্ন কবি। এভাবেই টের পাই কেউ নেই, কিছু নেই। সাড়াশব্দহীন, একা। শব্দ অনুষঙ্গময় উপাদানগুলো শুধু ছড়ানো রয়েছে মগ্ন স্মৃতি- কোষে কোষে। সগর্বে সাজাই তাকে গোপনে গোপনে নিজের ভেতরে অমল সৌন্দর্যময় ফুটফুটে শিশুআলো মোমের মতন নম্র আলো জ্বালিয়ে রেখেছি শুধু আমার একান্ত অন্ধকারে এই তো এখন তুমি যুগল অস্তিত্বে সত্তাময়। রক্তমাংসময় স্পর্শে আছো টের পাই। ভালবাসা কতটা গভীর আর অর্থই নদীর উত্তাল তরঙ্গ হতে পারেÑ এভাবেই টের পাই চোখের ভেতর দিয়ে, মনের ভেতর দিয়ে তুমি এক বহমান নদী আমি যার অস্তিত্বের ঢেউ; এই যে যুগলবন্দী শাশ^তের লীলা সে ছবি এ পৃথিবীতে দেখবো কি কেউ? ** স্তুতিকাব্য সুজন হাজারী সমুদ্র কবির কথা শোনে মেঘদল রং বদলায় এযে অতিশয় স্টুপিডিটি জাহাবাজ স্টানবাজি অহম ছলচাতুরি নিদান প্রলাপের মু-ুপাত টাইটানিক ডুবে কেন এতো প্রাণহানি মেঘ বৃষ্টিহীনে খরালি মাঠে শস্য পুড়ে সাফ পতিত জমিন দুর্ভিক্ষে লাখো মানুষ মরছে ইথিওপিয়া আফ্রিকায়। ঠেকাও প্রকৃতি ও প্রাণী?
×