ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলভা ফার্মার আইপিও শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৫:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৮

সিলভা ফার্মার আইপিও শেয়ার বিওতে জমা

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার কোম্পানিটির লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এখন কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে দুই স্টক এক্সচেঞ্জ লেনদেনের তারিখ চূড়ান্ত করবে। এর আগে কোম্পানিটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে। কোম্পানির লটারির ড্র গত ৩০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুলাই থেকে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়েছিল। যা চলে ৫ আগস্ট পর্যন্ত। বিএসইসির ৬৪৭তম কমিশন সভায় সিলভা ফার্মাসিউটিক্যালসের আইপিও অনুমোদন দেয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি সাধারণ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এর মাধ্যমে ইস্যু করবে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স বীমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার সিডিবিএলের মাধ্যমে লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে সানলাইফ ইন্স্যুরেন্স ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×