ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পশুরহাট ঘিরে সক্রিয় ছিনতাইকারী চক্র ॥ আটক ৪

প্রকাশিত: ০৬:৫১, ১৭ আগস্ট ২০১৮

চট্টগ্রামে পশুরহাট ঘিরে সক্রিয় ছিনতাইকারী চক্র ॥ আটক ৪

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কোরবানির পশুর হাটকে ঘিরে সক্রিয় রয়েছে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ ছিনতাইকারীদের অনেক চক্র। বৃহস্পতিবার নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে এমনই ৩ জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন সাইজের ছুরি ও মলম। সদরঘাট থানার ওসি মোঃ নেজাম উদ্দিন জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো মোঃ মানিক (২২), রাজিবুল ইসলাম রাজিব (২০) ও মোঃ আবদুল বাতেন (২০)। এ তিনজনের বাড়ি যথাক্রমে কুমিল্লা, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ এলাকায়। জিজ্ঞাসাবাদে তারা কোরবানির পশুরহাটকেন্দ্রিক তৎপর থাকার কথা স্বীকার করে। পুলিশ জানায়, কোরবানির পশুরহাটকে ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় তৎপর রয়েছে বেশ কিছু চক্র। পশু কিনতে আসা ক্রেতা এবং বিক্রেতারাও এদের টার্গেট। বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করা এ তিন জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন সাইজের ৩টি ছুরি এবং মানুষ অজ্ঞান করার মলম। এদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বগুড়ায় ডাকাত পুলিশ গুলি বিনিময় ॥ নিহত এক স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বুধবার রাতে গাবতলি উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময়ে খায়রুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে ডাকাতিসহ একাধিক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, রাত ৩টার দিকে ৬/৭ জনের একদল ডাকাত উপজেলার পীরগাছা-সুখানপুকুর সড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশের একটি দল সেখানে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ শর্টগানের পাল্টা গুলি চালায়। পরে অন্য ডাকাতরা পালিয়ে গেলে পায়ে গুলিবিদ্ধ খায়রুলকে সেখানে পাওয়া যায়। পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে পরে মারা যায়।
×