ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষক মীর বরকতের জন্মদিন উদযাপন

প্রকাশিত: ০৪:৩১, ৩০ জুন ২০১৮

 প্রশিক্ষক মীর বরকতের জন্মদিন উদযাপন

সংস্কৃতি ডেস্ক ॥ কণ্ঠশীলন বিদ্যায়তনের অধ্যক্ষ, প্রশিক্ষক, আবৃত্তি ও নাট্যনির্দেশক মীর বরকত তার জীবন-যাপনের ৬০ বছর পূর্ণ করতে চলেছেন। শুভষষ্ঠী মীর বরকত। তিনি আগামীকাল ১৭ আষাঢ়, ১ জুলাই ৬১ বছরে পদার্পণ করতে যাচ্ছেন। এ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই শিল্পী উপস্থিত হবেন কবিতা-পঙ্ক্তি ও তার একান্ত কথন নিয়ে। থাকছে তার কর্মময় জীবন নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শনী। গণমাধ্যম ইনস্টিটিউট, পিআইবি, বিশ্বসাহিত্য কেন্দ্র, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, কণ্ঠশীলন, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি, আবৃত্তি ও নাট্যসংগঠনসহ প্রায় শতাধিক প্রতিষ্ঠানে বাচিক মাধ্যমের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং করছেন মীর বরকত। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রমিত উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। প্রতিষ্ঠাতা সদস্য মীর বরকত কেবল তার প্রতিষ্ঠান কণ্ঠশীলনকে অনির্বচনীয় উচ্চতায় অধিষ্ঠিত করবার সেনানায়ক এমন যথেষ্ট নয়, তিনি ছড়িয়ে ছিটিয়ে নিজেকে উজাড় করে চলেছেন সাংস্কৃতিক পদপ্রান্তে ‘শ্যামলা বিপুলা এ ধরার পানে... মুগ্ধ নয়ানে’।
×