ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কেশবপুরে অস্ত্র গুলিসহ দুর্ধর্ষ ডাকাত আটক

প্রকাশিত: ০৩:০৮, ২৮ মে ২০১৮

কেশবপুরে অস্ত্র গুলিসহ দুর্ধর্ষ ডাকাত আটক

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ কেশবপুর থানা পুলিশ একাধিক মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত আবুল কাশেমকে গ্রেফতার করেছে। সোমবার ভোররাতে শহরের ভোগতি কালাবাসা এলাকা থেকে একটি পাইপগান ২ রাউন্ড গুলিসহ পুলিশ তাকে গ্রেফতার করা হয়। সে মনিরামপুর উপজেলার শোলাকুড় গ্রামের কলিমউদ্দীন গাজীর ছেলে। থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, মনিরামপুর উপজেলার শোলাকুড় গ্রামের কলিমউদ্দীন গাজীর ছেলে একাধিক ডাকাতি মামলার আসামী আবুল কাশেম (৪৮) পৌর সভার ভোগতী গ্রামের কালাবাসা মোড়ের কৃষ্ণ সাহার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল। স্থানীয় লোকজনের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়। এ সময় থানার এসআই ফকির ফেরদৌস ও শ্যামল সরকারের নেতৃত্বে একদল পুলিশ কৃষ্ণ সাহার বাড়ি থেকে আবুল কাশেমকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মতো পুলিশ কেশবপুরের সাগরদাঁড়ি সড়কের প্রতাপপুর চৌরাস্তা মোড় থেকে ২ রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার উদ্ধার করেছে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ কেশবপুর, মনিামপুর ও সাতক্ষীরা থানায় ৯টি মামলা রয়েছে। সোমবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
×