ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আলোচনাসভায় বক্তারা

যোগ্য নেতৃত্বের জন্যই মধ্যম আয়ের কাতারে দেশ

প্রকাশিত: ০৬:০৪, ২২ মার্চ ২০১৮

যোগ্য নেতৃত্বের জন্যই মধ্যম আয়ের কাতারে দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ যোগ্য রাজনৈতিক নেতৃত্বের কারণে স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশের কাতারে বাংলাদেশ উঠে এসেছে। এই অর্জন দেশের রাজনীতিতেও মৌলিক পরিবর্তন আনতে পারে। শুধু তাই নয়, এলডিসি থেকে বেরিয়ে যাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। মঙ্গলবার সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনার গাঁ হোটেলে ‘উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশ, যেতে হবে বহুদূর’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। হোটেলস্ ইন্টারন্যাশনাল লিমিটেড হিল আলোচনা সভার আয়োজন করে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিলের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আলমগীর। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন জোনের (বেপজা) চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান, সোনার গাঁ হোটেলের জেনারেল ম্যানেজার পল ফ্রেট, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ। মোঃ নজিবুর রহমান বলেন, এলডিসি থেকে বাংলাদেশের বেরিয়ে যাওয়া সম্ভব হয়েছে যোগ্য নেতৃত্বের কারণে। বঙ্গবন্ধুর উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশের উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখেন। তিনি শুধু স্বপ্ন নয়, সেই স্বপ্নের বাস্তবায়ন করে চলেছেন। এই অর্জনে জাতি হিসেবে আমাদের সম্মান আরও বাড়ল। মেজর জেনারেল হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর মতো একজন ভিশনারি নেতার কারণেই বাংলাদেশের আজকের এই স্বীকৃতি। এই স্বীকৃতির ফলে বিদেশী বাংলাদেশের রফতানি আরও বাড়বে। তিনি বলেন, গত নয় বছরে রফতানিতে ৩০০ শতাংশ পর্যন্ত গ্রোথ হয়েছে। রফতানি সাড়ে ১১ থেকে ৪৬ বিলিয়ন ডলার হয়েছে। এসএম গোলাম ফারুক বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী রূপকল্প-২১ বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন হবে। মূল প্রবন্ধে মোঃ আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব কারণে বাংলাদেশ এলডিসি থেকে মধ্যম আয়ের দেশের কাতারে উঠে এসেছে। দেশের সব খানে এখন উন্নয়নের ছোঁয়া। রফতানি, রেমিটেন্স, প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদন, অবকাঠামো উন্নয়নসহ সব কিছুতে এখন ব্যাপক উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, এলডিসি থেকে উত্তরণ দেশের রাজনীতিতেও গুণগত পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি। কারণ এখন যেনতেনভাবে আর রাজনীতি করার কোন সুযোগ নেই। তিনি বলেন, পিতার জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের একটি খবর পেলেন। এর চেয়ে ভাল উপহার আর কি হতে পারে। পল ফ্রেট বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে আরও এগিয়ে যাবে।
×