ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৪ মাস পর ফিরলেন বিএনপি নেতা সৈয়দ সাদাত

প্রকাশিত: ০৭:৫৯, ৩১ ডিসেম্বর ২০১৭

৪ মাস পর ফিরলেন বিএনপি নেতা সৈয়দ সাদাত

স্টাফ রিপোর্টার ॥ প্রায় চারমাস ধরে নিখোঁজ থাকার পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সাদাত আহমেদকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত দশটার দিকে রামপুরা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি দক্ষিণের সহাকারী কমিশনার (এসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জনকণ্ঠকে বলেন, ২০১৫ সালের রমনা থানার নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। চারমাস ধরে কোথায় ছিলেন, তিনি নিজেই পলাতক ছিলেন কি না বিষয়টি জানার চেষ্টা চলছে। রবিবার সকালে তাকে ওই মামলায় আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি। গত ২২ আগস্ট বিকেল তিনটায় বনানী ওভারপাসের নিচে একটি মাইক্রোবাস সৈয়দ সাদাত আহমেদের গাড়ির গতিরোধ করে। মাইক্রো থেকে কয়েকজন এসে তাকে জোর করে নামিয়ে অন্য গাড়িতে তুলে নেয়। তখন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্যান্টনমেন্ট থানায় একটি অপহরণ মামলা করেন তার স্ত্রী লুনা সাদাত আহমেদ।
×