ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

জিঞ্জিরা এক্সচেঞ্জের ৪শ’ টেলিফোন বিকল

প্রকাশিত: ০৪:০৬, ৩১ অক্টোবর ২০১৭

জিঞ্জিরা এক্সচেঞ্জের ৪শ’ টেলিফোন বিকল

স্টাফ রিপোটার ॥ সেনাবাহিনীর বাস্তবায়নাধীন ঢাকা-খুলনা মহাসড়ক (এন-৮) প্রকল্পের কাজে রাস্তা খনন ও পাইলিং কাজ করায় বাবুবাজার ব্রিজের দক্ষিণাংশে সুভাড্ডা এলাকায় বিটিসিএলের ভূ-গর্ভস্থ কেবলের ব্যাপক ক্ষতি হয়েছে। এজন্য জিঞ্জিরা এক্সচেঞ্জের প্রায় ৪শ’ টেলিফোন বিকল ও ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে পড়েছে। পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানিয়েছেন, কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় চুনকুটিয়া, নজরবাগ, ঝাউবাড়ী, চরকতুব, আমিন পাড়া, সুভাড্ডা, কদমতলী ও নাজিরাবাদ এলাকার টেলিফোনসমূহ বিকল হয়ে পড়ে। যক্ষ্মামুক্ত নগর গড়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ সরকার এবং ইউনাইটেড স্টেটস্ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) সহযোগিতায় ঢাকায় হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গত শনিবার অনুষ্ঠানিকভাবে ‘জিরো টিবি সিটিজ্ ইনিশিয়েটিভ’ কর্মসূচী শুরুর ঘোষণা করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোঃ নাসিম বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট এবং দেশী-বিদেশী স্বনামধন্য ব্যক্তিবর্গ ও দ্য ইউনিয়ন, স্টপ টিবি পার্টনারশীপ, হাভার্ড মেডিক্যাল স্কুল, ব্রাউন ইউনিভার্সিটি ইত্যাদি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। -বিজ্ঞপ্তি আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধের দাবি স্টাফ রিপোর্টার ॥ আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী জানান, সরকারী কর্মচারীদের ১৯ ও ২০তম গ্রেড বিলুপ্তি করতে সরকার আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করেছে। এ নিয়োগ প্রক্রিয়া চালু হলে ১৯ ও ২০তম গ্রেড বিলুপ্ত হয়ে যাবে।
×