ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহাদেবপুরে বিভিন্ন প্রজাতির পাখিসহ একজন গ্রেফতার

প্রকাশিত: ২৩:৩৯, ২৭ অক্টোবর ২০১৭

মহাদেবপুরে বিভিন্ন প্রজাতির পাখিসহ একজন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে অবৈধভাবে শিকার করা বিভিন্ন প্রজাতির ৮৮ টি পাখিসহ ব্যবসায়ী আব্দুস ছাত্তারকে (৫০) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত পাখি ব্যবসায়ী আব্দুস ছাত্তার নওগাঁ সদর উপজেলার শেরপুর গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে শিকার নিষিদ্ধ পাখি অবৈধভাবে নওগাঁ শহরসহ বিভিন্ন স্থানে বিক্রি করে। এদিন তাকে বিভিন্ন প্রজাতির ৮৮ টি পাখিসহ গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পাখি ব্যবসায়ী ছাত্তার জেলার পোরশা উপজেলার বিভিন্ন এলাকা থেকে হটটিটি ও লিটিলবাটন এবং জিনিয়াসহ ৮৮টি শিকার করা পাখি বস্তায় ভর্তি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এসময় থানা পুলিশ শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এব্যপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ (৩৮/২) ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ জেলা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর ও থানা পুলিশ শুক্রবার দুপুরে উদ্ধারকৃত পখিগুলো জেলার ধামইরহাট উপজেলার আলতাদিঘী জাতীয় উদ্যানে (শালবন) উন্মুক্ত করে দেয়।
×