ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নড়াইল সদর হাসপাতালে নষ্ট হচ্ছে সাপে কাটার ওষুধ

প্রকাশিত: ০৩:৩০, ২১ অক্টোবর ২০১৭

নড়াইল সদর হাসপাতালে নষ্ট হচ্ছে সাপে কাটার ওষুধ

হাসপাতালের স্টোরেই নষ্ট হচ্ছে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য সরবরাহ করা ওষুধ। অথচ গত ৫ বছরে একজন সাপে কাটা রোগীরও চিকিৎসা হয়নি নড়াইল সদর হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, এই হাসপাতালে সাপেকাটা কোন রোগী এলে পাঠিয়ে দেয়া হয় খুলনা বা যশোরে। যদিও প্রশিক্ষিত চিকিৎসক না থাকাকে দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৪ সেপ্টেম্বর সাপের কামড়ে মৃত্যু হয় নড়াইলের বাগডাঙ্গা গ্রামের এক স্কুল শিক্ষকের। এর আগে চিকিৎসার জন্য তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলেও এ্যান্টিভেনম না থাকার অজুহাতে ফেরত পাঠানো হয়। গত পাঁচ বছরে জেলায় সাপের কামড়ে মারা গেছেন অন্তত ২০ জন। এলাকাবাসীর অভিযোগ, এদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি না নেয়ায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সাপে কাটার ওষুধ না থাকায় রোগীদের ফেরত পাঠাতে বাধ্য হচ্ছেন তারা। তবে চ্যানেল টোয়েন্টিফোরের অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্নচিত্র। সাপের কামড় থেকে মানুষকে বাঁচাতে সরকার পর্যাপ্ত এন্টিভেনম সরবরাহ করলেও অযত্নে -অবহেলায় সেগুলো নষ্ট হয়েছে স্টোরেই। হাসপাতালেরই এক হিসাব বলছে, গত ৫ বছরে নষ্ট হয়েছে প্রায় ৮শ’ ইনজেকশন। সিভিল সার্জন অফিসের স্টোরকিপার বলছে, ২০১৬ সাল পর্যন্ত সরবরাহ করা হয় এসব ওষুধ। -স্টাফ রিপোর্টার
×