ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এরশাদ রংপুর সিএমএইচে

প্রকাশিত: ১৮:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০১৭

এরশাদ  রংপুর সিএমএইচে

অনলাইন ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এসিডিটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার জানান, মঙ্গলবার রাতে তাকে রংপুরের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি রংপুরের তানকুটি এলাকায় এক কর্মীসভায় অংশগ্রহণের পর রাতে শহরের দর্শনার বাড়িতে ফিরছিলেন। সচিব খালেদ বলেন, বাড়ি ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন। এ সময় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, গরমের কারণে এসিডিটির সমস্যা দেখা দিয়েছিল। প্রাথমিক চিকিৎসায় রাতেই তার শারীরিক অবস্থা স্বাভাবিক হয়েছে। বিশ্রাম শেষে বুধবার দুপুরের দিকে তিনি বাড়ি ফিরতে পারবেন বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন সচিব খালেদ।
×