ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে চাল বোঝাই ট্রাক’র দীর্ঘ সারি

প্রকাশিত: ০১:১৪, ২৯ আগস্ট ২০১৭

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে চাল বোঝাই ট্রাক’র দীর্ঘ সারি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ পদ্মায় পানি কমলেও স্রোতের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে ঘাটে দ্বিমুখী চাপ সৃষ্টি হয়েছে। একদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। অন্যদিকে ঢাকামুখী গরু বোঝাই ট্রাক, দূরপাল্লার পরিবহন ও ভারত থেকে আমদানী করা চাল বোঝাই ট্রাকের চাপ। মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকামুখী গরু বোঝাই ট্রাকের চাপ ছিল কাঁঠালবাড়ি ঘাটে। ফেরিতে গরুবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় ভারত থেকে আসা অর্ধশত চাল বোঝাই ট্রাকসহ ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক কাঁঠালবাড়ি ঘাটে আটকে পড়েছে। এতে যাত্রী সাধারণ, গরু ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘাট এলাকায় পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী নিয়োগ করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট হয়ে ঈদে ঘরে ফেরা যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। লঞ্চ ও স্পীডবোটে যাত্রীচাপ ছিল বেশি। আবহাওয়া বৈরি থাকায় ফেরিতেও অনেক যাত্রী পারাপার হচ্ছে। ক‘দিন ধরে পদ্মায় পানি কমলেও স্রোতের অব্যাহত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শিমুলিয়া থেকে প্রায় ৫ কিলোমিটার ভাটি ঘুরে ফেরিগুলো কাঁঠালবাড়ি ঘাটে আসায় প্রায় ৪০/৫০ মিনিট সময় বেশি লাগছে। একদিকে পারাপারে বাড়তি সময় ব্যয় হচ্ছে। অপরদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, যশোর, সাতক্ষিরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু বোঝাই ট্রাকের চাপ বৃদ্ধি পাওয়ায় কাঁঠালবাড়ি ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। ফলে গরু বোঝাই ট্রাকের চাপে ভারত থেকে আসা চাল বোঝাই ট্রাকসহ ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক কাঁঠালবাড়ি ঘাটে আটকে পড়েছে। ট্রাক চালকদের অভিযোগ ফেরিতে উঠতে সিরিয়াল মানা হচ্ছে না। সার্বিক পরিস্থিতি সামাল দিতে ঘাট এলাকায় পুলিশ, র্যা ব, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী কাজ করছে। তবে আইন শৃংখলা বাহিনীর সার্বক্ষণিক তদারকির কারণে এ পর্যন্ত ঘাট এলাকায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। বিআইডবি¬উটির সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন মিয়া বলেন, ‘আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কাঁঠালবাড়ি ফেরিঘাটে ১৯টি ফেরির সবক‘টি ফেরিই চালু রয়েছে। ঘাটে গরু বোঝাই প্রচুর ট্রাক জমা হয়েছে। তবে আমরা অন্যান্য পরিবহনের চেয়ে গরু বোঝাই ট্রাককে অগ্রাধিকার দিয়ে ফেরি পারাপার করছি। পণ্য বোঝাই ট্রাক সীমিত আকারে পারাপার করা হচ্ছে।’ মাদারীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ বলেন, ‘এ নৌরুট হয়ে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ শুরু হয়েছে। ঘাটে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। কোথাও কোন অব্যাবস্থাপনা বা যাত্রী হয়রানির অভিযোগ পেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
×