ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশিত: ০০:১৬, ২৯ আগস্ট ২০১৭

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী রমজান আলীকে (২২) মৃত্যুদ- দিয়েছেন আদালত। রায়ে মামলার অপর দুই আসামী রমজানের উকিল শ্বশুর জয়নাল (৩৫) ও তার স্ত্রী ইয়াসমিনকে (৩২) খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ হুমায়ুন কবীর আসামীর উপস্থিতিতে উপরোক্ত রায় দেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামী রমজান আলী বি-বাড়ীয়া জেলার সুলতানপুর গ্রামের মোঃ সিরাজ মিয়ার ছেলে। আদালত ও মামলার বিবরণে জানা যায়, জেলার ভৈরবের শম্ভুপুর দায়বাড়ীর বাসিন্দা মো. হোসেন আলীর মেয়ে পারভীন আক্তারকে (১৯) বিয়ের ৬ মাস পর ২০১৩ সালের ২৫ অক্টোবর স্বামী রমজান আলী উকিল শ্বশুর জয়নালের মধ্যেরচরের বাড়িতে বেড়াতে নিয়ে যায়। পরে ২৮ অক্টোবার দিবাগত রাতে রমজান আলী স্ত্রী পারভীনকে সেখানকার পার্শ্ববর্তী বন্দে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে। পরে পাশের ডোবায় কচুরিপানার নীচে পারভীনের লাশ গুম করে রাখা হয়। এ ঘটনা জানতে পেরে পারভীনের বাবা ও ভাই আল আমিনসহ স্বজনদের নিয়ে লাশের সনাক্ত করেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পারভীনের বাবা হোসেন আলী বাদী হয়ে স্বামী রমজান আলী, উকিল শ্বশুর জয়নাল ও জয়নালের স্ত্রী ইয়াসমিনকে আসামী করে ভৈরব থানায় মামলা করেন। এরপর ২০১৪ সালের ১৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করলে মঙ্গলবার ঘাতক রমজানের উপস্থিতিতে আদালত উপরোক্ত রায় প্রদান করেন। সরকার পক্ষে পিপি এ্যাডভোকেট শাহ আজিজুল হক ও আসামী পক্ষে এ্যাডভোকেট নাসিরউদ্দীন ফারুকী মামলাটি পরিচালনা করেন।
×