ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে গলাকাটা বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩:২৫, ২৪ জুলাই ২০১৭

ঠাকুরগাঁওয়ে গলাকাটা বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে খলিলুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার পুলিশ। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় ভোনার ইউনিয়নের বিশ্রামপুর এলাকার একটি বাশঁ ঝাড় থেকে লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত মিজানুর রহমান। নিহত খলিলুর রহমান ভানোর বিশ্রামপুর এলাকায় মৃত ইদ্রিশ আলীর ছেলে। এ ঘটনায় জিঙাসাবাদের জন্য আটককৃতরা হলো আকবর আলী ও আবু হোসেন। পুলিশ ও নিহতের পারবিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ভানোর ইউনিয়নে খলিলুর রহমান (৬০) এর সাথে প্রতিবেশী কয়েকজনের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার রাতে কয়েকজন খলিলুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে। এর পর রাতে আর বাড়ি ফিরেননি খলিলুর রহমান। সোমবার সকালে স্থানীয় লোকজন ওই বৃদ্ধের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে। পরে বৃদ্ধের পারিবারের লোকজন গিয়ে তাকে চিহ্নিত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, জমির বিরোধ নিয়ে দুর্বৃত্তরা খলিলুর রহমান ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথিমক ধারনা করা হচ্ছে। এ ঘটনায় জিঙাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।
×