ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছয় খাতের শতভাগ কোম্পানির দরবৃদ্ধি

প্রকাশিত: ০৩:৫০, ১৪ জুলাই ২০১৭

ছয় খাতের শতভাগ কোম্পানির দরবৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ছয় খাতের শতভাগ কোম্পানির দরবৃদ্ধি পেয়েছে। খাতগুলো হলো : সিমেন্ট, সিরামিক, আইটি, জুট, টেলিযোগাযোগ এবং পেপার ও প্রিন্টিং খাত। সিমেন্ট খাতে থাকা ৭টি কোম্পানির মধ্যে আরামিট সিমেন্টের শেয়ার দর বেড়েছে ০.৪০ টাকা, কনফিডেন্স সিমেন্টের ৫ টাকা, হাইডেলবার্গ সিমেন্টের ৩.৫০ টাকা, লাফার্জ সুরমা সিমেন্টের ০.৭০ টাকা, মেঘনা সিমেন্টের ১.৯০ টাকা, এমআই সিমেন্টের ২.৪০ টাকা এবং প্রিমিয়াম সিমেন্টের ০.২০ টাকা। সিরামিক খাতে থাকা ৫ কোম্পানির মধ্যে এক কোম্পানি বাদে ৪ কোম্পানির শেয়ার দরবৃদ্ধি পেয়েছে। এগুলো হলো- ফু-ওয়াং সিরামিকের ০.৭০ টাকা, মুন্নু সিরামিকের ০.৯০ টাকা, আরএকে সিরামিকের ০.১০ টাকা এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ১.৩০ টাকা। আর শাইনপুকুর সিরামিকের শেয়ার দর অপরিবর্তত ছিল। আইটি খাতে থাকা ৭টি কোম্পানির মধ্যে এক কোম্পানি বাদে ৬ কোম্পানির শেয়ার দরবৃদ্ধি পেয়েছে। এগুলো হলো- আমরা টেকের ১.১০ টাকা, অগ্নি সিস্টেমের ০.৫০ টাকা, বিডিকমের ২.২০ টাকা, ডেফোডিল কম্পিউটারের ৩.৮০ টাকা, ইনটেক অনলাইনের ০.৬০ টাকা এবং আইটিসির ০.৯০ টাকা। আর ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের শেয়ার দর অপরিবর্তত ছিল। জুট খাতে থাকা ৩ কোম্পনির মধ্যে জুট স্পির্নাসের ০.৬০ টাকা, নদার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের ৬.৬০ টাকা এবং সোনালি আঁশের ০.৯০ টাকা শেয়ার দর বেড়েছে। পেপার ও প্রিন্টিং খাতে থাকা ২ কোম্পানির মধ্যে হাক্কানি পাম্পের ১.৯০ টাকা আর খান ব্রার্দাস পিপি ওভেন ব্যাগের ০.৮০ টাকা বৃদ্ধি পেয়েছে। টেলিযোগাযোগ খাতের ২ কোম্পানির মধ্যে গ্রামীণফোনের বেড়েছে ১২.৬০ টাকা এবং বাংলাদেশ সাবমেরিন কেবলের ০.৪০ টাকা শেয়ার দরবৃদ্ধি পেয়েছে। বোনাস লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাবে বোনাস পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো: বীমা খাতের কোম্পানি নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স এবং ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরে এসব কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে ১৩ জুলাই শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। জানা যায়, ব্যাংক এশিয়া লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৭ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১.৪১ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬.০৯ টাকা। নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭১ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০.১৬ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.২৯ টাকা।
×