ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তালতলীতে কুডি দেওয়ানের মাজার থেকে পাইপগান উদ্ধার

প্রকাশিত: ২৩:৫৫, ২৪ জুন ২০১৭

তালতলীতে কুডি দেওয়ানের মাজার থেকে পাইপগান উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়ার কুডি দেওয়ানের মাজার থেকে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে একটি কাটা পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই মাজারের খাদেম ও খলিফা মোঃ ছোমেদ হাওলাদার ওরফে কুডি দেওয়ানের ছেলে বাবুলকে (৩৫) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ২০১০ সালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামে মোঃ ছোমেদ হাওলাদার নিজ বাড়ীতে মাইজভান্ডারী তরিকার মাজার গড়ে তোলে। কুডি দেওয়ান নামে ওই মাজারের নামকরন করা হয়। প্রতি সপ্তাহে ভক্ত ও মুরিদদের নিয়ে খাদেম মাজারে গানবাজনা আয়োজন করে। গত একমাস পূর্বে মাজারের ভিতরে খাদেমের বসার মেম্বর সংস্কারের কাজ শুরু করে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই মাজারে ইয়াবা রয়েছে বলে অভিযান চালায়। ওই সময় পুলিশ মেম্বরের উপরে ১০/১২ বছরের দুটি ছেলেকে ঘুমাতে দেখে। পুলিশ তল্লাশি চালিয়ে একটি মাথা কাটা পাইপগান উদ্ধার করে। পরে ওই মাজারের খাদেম ও খলিফা মোঃ ছোমেদ হাওলাদার ওরফে কুডি দেওয়ানের ছেলে বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।
×