ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপা জয়ে আশাবাদী রোনাল্ডো

প্রকাশিত: ১৯:০৩, ৩১ মে ২০১৭

শিরোপা জয়ে আশাবাদী রোনাল্ডো

অনলাইন ডেস্ক ॥ কার্ডিফে শনিবার জুভেন্টাসের বিপক্ষে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ১৯৮৯-৯০ সলে এসি মিলানের পর কোন দলই এ পর্যন্ত পরপর দুইবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারেনি। সদ্য সমাপ্ত লা লিগায় শিরোপা জয়ের পরে দারুন আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদের সামনে এখন সিরি-আ চ্যাম্পিয়নদের হারিয়ে সেই সুযোগের হাতছানি অপেক্ষা করছে। কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোর হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। এরপর সেমিতেও নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো মাদ্রিদকে বিদায় করতে রোনাল্ডোর হ্যাটট্রিকই যথেষ্ট ছিল। আর এসবই মাদ্রিদ জায়ান্টকে ১২তম ইউরোপিয়ান শিরোপা জয়ে আত্মবিশ্বাসী করে তুলেছে। এক টেলিভিশন সাক্ষাতকারে রোনাল্ডো বলেছেন, ওই দিনটি সকলেই খুব নার্ভাস থাকবে। কিন্তু আমি ফাইনাল নিয়ে খুব একটা ভাবতে চাইনা। খুব বেশি চিন্তা না করে আমাদের নিজেদের প্রমাণে মনোযোগী হতে হবে। তারা দারুন দল কিন্তু আমরাও কমনা। আমার মনে হচ্ছে দারুন একটি ম্যাচ খেলে শিরোপাটা আমরাই জিতবো। ২০১৬ সালের জানুয়ারিতে মাদ্রিদে যোগ দেবার পর এ পর্যন্ত চারটি শিরোপা জয় করা কোচ জিনেদিন জিদানের প্রশংসা করে রোনাল্ডো বলেছেন এবারের মৌসুমে সব খেলোয়াড়রই মাঠে নামার সুযোগ পেয়েছে এবং তারা কোচের বুদ্ধিমান সিদ্ধান্তেই মাঠে নেমেছিল।
×