ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে মতিন স্পিনিংয়ের

প্রকাশিত: ০৩:৫১, ৬ মার্চ ২০১৭

অকারণে দর বাড়ছে মতিন স্পিনিংয়ের

শেয়ারদর বাড়ার পেছনে কোন কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, এর আগে কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক কার্যদিবস ধরে মতিন স্পিনিংয়ের শেয়ারদর বেড়ে চলেছে। গত ৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দর ৩৭ টাকা থেকে বেড়ে ২ মার্চ সর্বশেষ ৪৪.৯০ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭.৯০ টাকা বা ২১.৩৫ শতাংশ, যা অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার
×