ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নব্য যুবলীগ নেতার বিচারের দাবিতে মহিপুরে বিক্ষোভ

প্রকাশিত: ২১:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

নব্য যুবলীগ নেতার বিচারের দাবিতে মহিপুরে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কিরণ দাসের বিচারের দাবিতে শত শত ব্যবসায়ীসহ সাধারণ মানুষ মহিপুর বন্দরে শুক্রবার শেষ বিকেলে বিক্ষোভ মিছিল করেছে। বন্দরের নাইডগার্ড বয়োবৃদ্ধ ওয়ারেছ আকন্দ ও নুর হোসেনকে বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে লাঞ্চিত করার প্রতিবাদে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীদের অভিযোগ কিরন মদ্যপ অবস্থায় দুই বয়োবৃদ্ধকে চরমভাবে লাঞ্ছিত করে। স্থানীয়দের অভিযোগ কিরন চিহ্নিত মদ্যপায়ী ও সন্ত্রাসী। কিরণ জাতীয়তাবাদী শ্রমিকদলের মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। মহিপুরকে থানায় উন্নীতের পরে যুবলীগের আহ্বায়ক কমিটিতে ঢুকে এসব অপকর্ম করে যাচ্ছে। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এবং যথাযথ সমাধানের আশ^াসে মানুষ আপাতত বিক্ষোভ মিছিল বন্ধ করে শান্ত হয়েছেন। মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম আকন জানান, এঘটনার সামাজিক বিচার করার জন্য সবাই তার কাছে দাবি করেছেন। আগামীকাল রবিবার বিকালে মসজিদের সামনে প্রকাশ্যে এর বিচার করা হবে।
×