ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুর বিভাগে সেরা ভ্যাট দাতার পুরস্কার পেলেন ১৫ জন

প্রকাশিত: ০৬:৪৭, ১২ ডিসেম্বর ২০১৬

রংপুর বিভাগে সেরা ভ্যাট দাতার পুরস্কার  পেলেন ১৫ জন

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুর বিভাগের সেরা ভ্যাটদাতার পুরস্কার পেয়েছেন ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাদের মধ্যে রয়েছে- আজিজ বিড়ি ফ্যাক্টরি, সারাই হারাগাছ, রংপুরের স্বত্বাধিকারী আলহাজ এমদাদুল হক ভরসা, ওয়ালটন প্লাজা রংপুর, পুষ্টি রংপুর, কিউ ভিসি বিডি লিমিটেড দিনাজপুর, ওয়ালটন প্লাজা দিনাজপুর, হোটেল পার্ক (আবাসিক ) দিনাজপুর, সানিটা সিরামিকস নীলফামারী, ওয়ালটন প্লাজা সৈয়দপুর, নীলফামারী, টিএলএমআইবি (দি লেপরোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড) নীলফামারী, মেসাস নিউ রেজিয়া সোপ ফ্যাক্টরি বিসিক শিল্পনগরী, ঠাকুরগাঁও, মেসার্স গোওসিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট, ঠাকুরগাঁও, এনকে মটরস লালমনিরহাট, মেসার্স নিবারণ চন্দ্র সাহা গাইবান্ধা, মেসার্স লক্ষ্মী ব্রেড এ্যান্ড বিস্কুট, উলিপুর, কুড়িগ্রাম ও ম্যাক্স প্রি স্টেট লিমিটেড তেঁতুলিয়া পঞ্চগড়। ‘ভ্যাট দিয়ে করি লেনদেন-ভ্যাট উন্নয়নের অক্সিজেন’ এই স্লোগানকে সামনে রেখে রংপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ভ্যাট দিবস। শনিবার নগরীর সেন্ট্রাল রোডের রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ এনবিআর-এর সদস্য (কর জরিপ ও পরিদর্শক) জিয়া উদ্দিন মাহমুদ, কর কমিশনার রংপুর কর অঞ্চল হারুন অর রশিদ প্রমুখ।
×