ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সংস্কৃতি সংবাদ

রবীন্দ্রনাথের ভ্রমণপর্যায়ের গান কবিতায় ‘চলার পথে’

প্রকাশিত: ০৫:৫৭, ১০ ডিসেম্বর ২০১৬

রবীন্দ্রনাথের ভ্রমণপর্যায়ের গান কবিতায় ‘চলার পথে’

স্টাফ রিপোর্টার ॥ কয়েকটি স্তরে বিভক্ত মঞ্চ। সামনের সারিতে বসেছেন বাদ্যযন্ত্রীরা। পেছনের কয়েকটি সারিতে রয়েছেন একঝাঁক কণ্ঠশিল্পী। মঞ্চের ডান পাশে আছেন দুই আবৃত্তিশিল্পী। নেপথ্যে বেজে ওঠা সুরের মাঝে শোনা যায় রবীন্দ্রসঙ্গীতশিল্পী লিলি ইসলামের কণ্ঠ। বিস্তৃত মঞ্চটি ঘুরতে ঘুরতে বলে যান, আফ্রিকা ছেড়ে আমেরিকার পথে যাচ্ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বসে আছেন জাহাজের ডেকে। সেখানেই রচনা করলেন গানটি। বলাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সম্মেলক গীত হয় সেই গানটিÑ বাজাও আমারে বাজাও/বাজালে যে সুরে প্রভাত-আলোরে সেই সুরে মোরে বাজাও...। এভাবেই কবিগুরুর ভ্রমণের সময় রচিত গান ও কবিতায় আনন্দময় সময় কেটেছে শ্রোতাদের। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হলো গীতি আলেখ্য ‘চলার পথে’। রবীন্দ্রসঙ্গীত চর্চার প্রতিষ্ঠান উত্তরায়ণের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এ আয়োজন করা হয়। গীতি-কাব্যের চমৎকার যুগলবন্দী পরিবেশনাটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন উত্তরায়ণের পরিচালক লিলি ইসলাম। সহ-পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর। ঘুরে বেড়ানোর দারুণ নেশা ছিল রবীন্দ্রনাথের। সেই সুবাদে প্রচুর ভ্রমণ করেছেন বিশ্বকবি। ট্রেন, জাহাজ, নৌকায়, পালকি কিংবা গরুর গাড়িতে চড়ে ঘুরে বেড়িয়েছেন দেশ-বিদেশে। আর ভ্রমণের এই চলতি পথেও সৃষ্টি থেকে বিরত থাকেননি বিশ্বকবি। ভ্রমণপথে লিখেছেন বেশকিছু গান ও কবিতা। কবিগুরুর ভ্রমণপর্যায়ের সেই সব গান-কবিতা শুনতে পেলেন শ্রোতা-দর্শক। রবীন্দ্রনাথের যাত্রাপথের সৃষ্টির ঐশ্বর্যে সাজানো হয় দুই ঘণ্টা ব্যাপ্তির গীতি আলেখ্যটি। জল্লাদখানায় আন্তর্জাতিক গণহত্যা দিবসের আয়োজন ॥ ৯ ডিসেম্বরকে জাতিসংঘ আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। বিশ্বমানবের সঙ্গে একাত্ম হয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর এ উপলক্ষে শুক্রবার বিকেলে মিরপুরের জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠে আলোচনা, মোমবাতি প্রজ্বলন, গণহত্যা বিষয়ক রচনা থেকে পাঠ, সঙ্গীত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে। রোকেয়া দিবসে কণ্ঠশীলনের ‘মহীয়সী রোকেয়া’ ॥ রোকেয়া দিবস উপলক্ষে শুক্রবার নিউ এলিফ্যান্ট রোডে কণ্ঠশীলন পরিবেশন করে আবৃত্তি প্রযোজনা ‘মহীয়সী রোকেয়া’। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে সাজানো হয়েছে আবৃত্তির এ পূর্ণাঙ্গ প্রযোজনাটি। তাঁর বিখ্যাত গ্রন্থাবলী ‘অবরোধবাসিনী’, ‘মতিচুর’, ‘সুলতানার স্বপ্ন’, ‘চিঠি-পত্র’ ও ‘পদ্মরাগ’ উপন্যাসের বিষয়বস্তু ছিল এ প্রযোজনায়। বটতলা রঙ্গমেলায় শিশুদের রঙ্গমেলা ॥ ধরিত্রী ও মানব হত্যার বিরুদ্ধে-মুক্তির উৎসবে সেøাগানে চলছে নাট্যদল বটতলা আয়োজিত বটতলা রঙ্গমেলা শিরোনামের উৎসব। বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে দশ দিনব্যাপী এ অনুষ্ঠানমালার নবম দিন ছিল শুক্রবার। এ দিনের দিনব্যাপী আয়োজনে সকালে অনুষ্ঠিত হয় ক্ষুদে শিল্পীদের নিয়ে আয়োজিত শিশুদের রঙ্গমেলা শীর্ষক আর্ট ক্যাম্প। প্রাণ, প্রকৃতি ও পরিবেশের ছবি এঁকেছে শিশু শিল্পীরা। প্রজন্ম চত্বরে পথনাটক প্রদর্শনী ॥ বাংলাদেশ পথনাটক পরিষদের রজতজয়ন্তী উপলক্ষে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে শুরু হয়েছে পথনাটক প্রদর্শনীর মৌসুম। এদিন মঞ্চস্থ হয় প্রাচ্যনাটের ‘শ্বাসমূল’, লোকনাট্যদল (টিএসসি) ‘সুটিবাজ’, অবয়ব নাট্যদলের ‘পুকুরচুরি’, অপেরা নাটক দলের ‘বউ’ নাটকগুলো। পথনাটক পরিষদের এ আয়োজনটি চলবে ১ মে পর্যন্ত।
×