ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩ দিনব্যাপী শেয়ারবাজার মেলা শুরু

যে কোন মূল্যে পুুঁজিবাজারকে স্থিতিশীল রাখবে সরকার ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫১, ২ ডিসেম্বর ২০১৬

যে কোন মূল্যে পুুঁজিবাজারকে স্থিতিশীল রাখবে সরকার ॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকার যে কোন মূল্যে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো- ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথি থেকে শেয়ারবাজার মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এই মেলা চলবে তিনদিন। অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশনের (ডিবিএ) নবনির্বাচিত সভাপতি আহমেদ রশিদ লালী ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার এ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান। বাণিজ্যমন্ত্রী বলেন, পুঁজিবাজারে সরকারকে দৃষ্টি দিতে হবে। যে কোন মূল্যে বাজার স্থিতিশীল রেখেই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। তিনি বলেন, একটি দেশের উন্নয়নের জন্য পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি রাষ্ট্রের উন্নতির পেছনে প্ুঁজিবাজার বড় অবদান রাখে। আমাদের বাজারও অর্থনীতিতে ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, আগামীতে এই পুঁজিবাজার জিডিপিতে আরও বড় ভূমিকা রাখবে। তোফায়েল আহমেদ বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে তালিকাভুক্তির ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তিনি বলেন, বহুজাতিক কোম্পানিগুলো দেশে ব্যবসা করবে কিন্তু এদেশীয় বিনিয়োগকারীদের কিছু দেবে না তা হবে না। বাজার এখন স্থিতিশীল। অতীতে অনেকেই অর্থ হারিয়েছে কিন্তু আগামীতে আর কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেয়া উচিত। বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, বিভিন্ন পদক্ষেপের কারণে বাজারে এখন স্থিতিশীলতা ফিরেছে। বিদেশী বিনিয়োগও আগের তুলনায় বাড়ছে। বর্তমানে জিডিপির ২০ শতাংশ পুঁজিবাজারের অবদান। আগামীতে জিডিপির ৫০ শতাংশই পুঁজিবাজার দখল করবে। ডিবিএর সভাপতি আহমেদ রশীদ লালী ২০১০ সালের তদন্ত প্রতিবেদনের সমালোচনা করেন। তিনি বলেন, এই তদন্ত প্রতিবেদন ক্লাস নাইনের পাঠ্যবই ছাড়া আর কিছু নয়। তিনি বাজার নিয়ে সমালোচনাকারীদের কথায় কান না দিতে বলেন। এর আগে সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হয়। সকাল থেকে বিনিয়োগকারীদের পদচারণায় মুখর হয়ে উঠতে শুরু করে মেলা প্রাঙ্গণ। ব্রোকারহাউস, মার্চেন্ট ব্যাংক, ্এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, অডিট ফার্ম এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো প্রায় ৪০টি স্টলে তাদের সেবা-পণ্য প্রদর্শনের আয়োজন শুরু করে। এক্সপোর স্পন্সর হিসেবে রয়েছে - সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শাহজিবাজার পাওয়ার লিমিটেড। এছাড়া পার্টনারদের মধ্যে রয়েছে- আইটি পার্টনার-আমরা নেটওয়ার্কস, হোটেল পার্টনার হোটেল দ্যা কক্স টুডে, হোটেল হিল টাওয়ার, বাইক পার্টনার-রানার অটোমোবাইলস লিমিটেড, পিআর পার্টনার ইমপ্যাক্ট পিআর।
×