ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শান্তি চুক্তি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে ॥ সেতু মন্ত্রী

প্রকাশিত: ২৩:৪৪, ৩০ নভেম্বর ২০১৬

শান্তি চুক্তি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে ॥ সেতু মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ সড়ক ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা পাহাড়ের সহজ সরল মানুষকে অত্যান্ত ভালবাসেন। তাই তিনি পাহাড়ের দীর্ঘদিনের সংঘাত দূর করে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি করেছে। অনেক কষ্ট করে আওয়ামী লীগ সরকার চুক্তি কয়েছে বিদায় এই সরকার শান্তি চুক্তি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী এখানকার মানুষের চিকিৎসা ও উচ্চ শিক্ষার জন্য মেডিক্যাল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। তাই নয় শুধু এবছর পাবর্তাঞ্চলে সড়ক ও সেতু উন্নয়নের জন্য ৮৮২ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে।বুধবার দুপুরে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে আওয়ামী লীগ আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে সেতু মন্ত্রী একথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি দিপংকর তালুকদারের সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে অনন্যাদের মধ্যে বক্তব্য দেন মহিলা সংসদ জেএফ আনোয়ার চিনু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর প্রমুখ।
×