ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাকারিয়া স্বপন

অভ্যাস ৭ ॥ করাতটা ধার দাও

প্রকাশিত: ০৩:৫১, ২৮ নভেম্বর ২০১৬

অভ্যাস ৭ ॥ করাতটা ধার দাও

(চতুর্থ পর্ব) ‘করাত ধার দেয়া’ নিয়ে তিন সপ্তাহ ধরে লিখছি। আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে অমূল্য অভ্যাস, যা আমাদের নতুন করে তৈরি করতে পারে, আমাদের শাণিত রাখতে পারে। আপনার জীবনের চারটি দিককে ব্যালেন্স করতে পারলে আপনি আপনার করাতটি আজীবন ধার দিয়ে রাখতে পারবেন। সেগুলো হলো শারীরিক, আধ্যাত্মিক, মানসিক এবং সামাজিক-আবেগ। ড. স্টিফেন কোভের লেখা ‘দি সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল’ বইটিতে যে সাতটি অভ্যাসের কথা বলা হয়েছে তার সপ্তম অভ্যাসটি হলো ‘শার্পেন দি স’Ñ বাংলায় আমি যাকে বলছি ‘করাতটা ধার দাও’। গাছ কাটলে করাত ভোঁতা হবেই। এটার যে ধার চলে গেছে সেটা অনেকেই বুঝতে পারি না। কিন্তু সেই ভোঁতা করাত দিয়েই গাছ কাটার চেষ্টা করি। পরিশ্রম হয় বেশি, ফলাফল পাওয়া যায় কম। তাই করাত ধার দেয়াটা জরুরী। করাত ধার দেয়ার অভ্যাসটি হলো সপ্তম অভ্যাস। এই অভ্যাসটি মূলত অন্য ছয়টি অভ্যাসকে কাজ করতে সাহায্য করে। এই অভ্যাসটি না থাকলে একটা সময়ে গিয়ে আপনার বাকি অভ্যাসগুলো ভেঙ্গে পড়বে। বাকি ছয়টি অভ্যাসকে সচল রাখার জন্য এই অভ্যাসটি গড়ে তুলুন। গত সপ্তাহগুলোতে লিখেছিলাম শারীরিক, আধ্যাত্মিক, মানসিক এবং সামাজিক বিস্তার নিয়ে। আজকে লিখছি এর উপসংহারটুকু।
×