ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় বাড়ি ও মুদি দোকান পুড়ল আগুনে

প্রকাশিত: ০২:০৯, ৩০ অক্টোবর ২০১৬

নওগাঁয় বাড়ি ও মুদি দোকান পুড়ল আগুনে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ শনিবার দিনগত রাত আড়াইটার দিকে নওগাঁ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে প্রতিপক্ষের দেয়া আগুনে বাড়ির একটি কক্ষ ও একটি মুদিখানা দোকান পুড়ে সম্পূর্ন ভূষ্মিভূত হয়েছে। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিভিয়ে ফেললেও দোকান থেকে কোন কিছুই বের করতে পারেনি। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভষ্মিভুত দোকান মালিক দেলোয়ার হোসেন জানান, দীর্ঘ ৪৪ বছর থেকে সরকারী জায়গার ওপর প্রথম মুদিখানা দোকান করে জীবিকা নির্বাহ করে আসছি। বছর খানেক আগে নওগাঁর চন্ডিপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের আবু সাঈদ নামে এক ব্যক্তি রোজল্যান্ড মাল্টিপারপাস নামের এক শাখা অফিস দরিয়াপুর গ্রামের হেলালের বাড়ি ভাড়া নিয়ে কাজ করে আসছে। কিছুদিন পর আমার দোকানের পাশে একটি বিবাদমান জমি ক্রয় করে পার্শ¦বর্তী সাদ্দাম এবং আমার সঙ্গে বিরোধ বাধে। আমাকে সাঈদ এবং সহযোগীরা বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে ওই জাযগা থেকে তুলে দেয়ার জন্য। প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে পড়ি। রাত আড়াইটার দিকে দোকানে এবং পার্শ্ববর্তী সাদ্দামের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা আমার বাড়িতে খবর দিলে আমিসহ গ্রামের প্রতিবেশীরা এগিয়ে এসে সাদ্দামের বাড়ির আগুন নিভাতে পারলেও আমার দোকানের আগুন নিভাতে পারে নি। নওগাঁ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষনে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আবু সাঈদ তার সহকর্মীদের দিয়ে আগুন লাগিয়ে দিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে বলে জানান তিনি। ঘটনার পর থেকে মাল্টিপারপাসের অফিস বন্ধ রয়েছে। কাউকে দেখা যায় নি। এ ব্যাপারে শৈলগাছী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর সরদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
×