ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের বন্যা পরিস্থির অবনতি

প্রকাশিত: ০১:২১, ২৫ জুলাই ২০১৬

সিরাজগঞ্জের বন্যা পরিস্থির অবনতি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনার পানি এখন বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ৫ উপজেলার ২৫ ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এ দিকে সিরাজগঞ্জের কাজিপুর থেকে চৌহালী পর্যন্ত ৭৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে নদীর তীরবর্তী অঞ্চলের ৫ সহস্রাধিক ঘরবাড়ীতে পানি উঠেছে। ঘরবাড়ী ছেড়ে অনেক পরিবার বাঁধে এসে আশ্রয় গ্রহণ করেছে। দুর্গম চরাঞ্চলের পরিস্থিতিও নাজুক হয়ে পড়েছে। কাজিপুর উপজেলার বৃহৎ ঢেকুরিয়া হাট বন্যার পানিতে ডুবে গেছে। সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলার শুভগাছা ,রতনকান্দি,মেঘাই অঞ্চলের হাটবাজার পানিতে ডুবে গেছে। প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও হাইস্কুলে বন্যার পানি প্রবেশ করার শিক্ষাক্রম বন্ধ হয়ে গেছে। বন্যার্তদের সাহায্যের জন্য জেলা প্রশাসন এর পক্ষ থেকে ইতোমধ্যেই ৫ টি উপজেলায় ৬৫ মেট্রিকটন চাল ৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
×