ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নওগাঁ শহরের ৩টি পেট্রোল পাম্পের জরিমানা

প্রকাশিত: ০২:৪৩, ২৯ জুন ২০১৬

নওগাঁ শহরের ৩টি পেট্রোল পাম্পের জরিমানা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ॥ বুধবার সকালে নওগাঁ শহরে অবস্থিত ৩টি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. হাবিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এসময় তাঁর সঙ্গে বিএসটিআইয়ের পরিদর্শক অনিমেষ চন্দ্র, নওগাঁ সদর মডেল থানার এসআই মাহমুদ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে ওজনে কম দেয়া এবং পেট্রোল ট্যাংক সংলগ্ন বিষ্ফোরক দ্রব্য রাখার দায়ে সুমন ফিলিং ষ্টেশনের ২০ হাজার টাকা, মজুমদার ফিলিং ষ্টেশনের ১৫ হাজার টাকা এবং বলাকা ফিলিং ষ্টেশনের ২০ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট নিশ্চিত করেছেন।
×