ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে কিশোর কিশোরী ক্লাব সম্মেলন

প্রকাশিত: ২৩:৪৬, ২৯ এপ্রিল ২০১৬

ঝালকাঠিতে কিশোর কিশোরী ক্লাব সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ক্লাবে সংগঠিত সমাজে ইতিবাচক পরিবর্তনে কিশোর কিশোরী ক্ষমাতায়ন শীর্ষক কর্মসুচির আওতায় কিশোর কিশোরী সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হয়েছে। জেলার ৩২টি ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাব রয়েছে। সকাল ১০ টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে এ উপলক্ষে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর ঘুরে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী র‌্যালিতে নেতৃত্ব দেন এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: জারিক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুর রাকিব বিশেষ অতিথি ছিলেন। সভায় বিভিন্ন ক্লাবের কিশোর কিশোরীরা বক্তব্য রাখেন। পরে নারীর ক্ষমতায়নে বাল্য বিবাহ একটি বড় বাঁধা শীর্ষক উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেন। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেছে।
×