ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ১, আহত ৫

প্রকাশিত: ২২:১৯, ২৯ এপ্রিল ২০১৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ১, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে ১ শিশুর মৃত্যু ও ৫ জন আহত হয়েছে। এছাড়া ঝড়ে আড়াই শতাধিক কাঁচাঘর বাড়ি বিধ্বস্থ হয়েছে। খোলা আকাশের নীচে অনেক পরিবার বসবাস করছে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ ও স্থানীয় দমকল বিভাগের লোকজন উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিবাগত রাত ১ টার দিতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ, আলীপুর, জগন্নাথপুর, চালবন, আক্তাপাড়া, ভাদেরটেক, মথুরকান্দি মাছিমপুর, ধনপুর, সলুকাবাদসহ ১০ টি গ্রামের উপর দিয়ে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় ঘরচাপা পড়ে জগন্নাথপুর গ্রামের ফজর আলীর মেয়ে তানজিনা বেগম (১১) মারা যায় এছাড়া আরও অন্ত্যত ২০ জন আহত হয়েছে। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া ঘর চাপায় নিহত তানজিনা আক্তারের পরিবারকে তার দাফন কাফনের জন্য নগদ টাকা দিয়েছেন।
×