ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লুৎফুল হোসেন

নারীর মতো মেঘ বৃষ্টি-তেজস্বিনী

প্রকাশিত: ০৪:২০, ২৯ এপ্রিল ২০১৬

নারীর মতো মেঘ বৃষ্টি-তেজস্বিনী

আকাশ তোমার শরীর জুড়ে কি হাওয়াই মিঠাই মেঘ ! গায়ে তাদের জমানো সব চাপা বাষ্প, আবেগ উদ্বেগ ! চুলের দীঘল দেশে ঢেউয়ের পর ঢেউ সারাক্ষণ পড়ে কি আছড়ে ! নধর অধর জুড়ে শতেক কথার তুফান ছোটে খলবল ! কোমল স্তনের মতন ভরা করতল প্লাবিত করে উপচে পড়ে গায় তার ফেননিভ রূপালী আলোর ঢল ! বৃক্ষের আলিঙ্গন পিয়াসী প্রেমিকার মতো খুব নাকি বেসামাল কোমলমতি, আর, ভেজা কলমিলতার স্পর্শলোভী পা জোড়া বেশ বৃষ্টি-কাঙাল, কখন ছোঁবে ঘাসের মখমল। ফাগুনে আসে না সে, তার বসন্তে বিদ্বেষ, চৈত্রে মান ভাঙে যখন- রোদে পুড়ে সবুজের শরীর হয় একশেষ। তারপর সেই উড়ো ঝড় - এলে একবার, আর থামে কি ! উন্মাতাল আলিঙ্গনে দুমড়ে মুচড়ে না দেয় যদি- তৃপ্তির হাসি ও হাসে কি ! নারীর মতন মেঘ, বুঝি সে বৃষ্টি-তেজস্বিনী ! চুম্বন-আলিঙ্গনে না হলে চুরমার তবে থামে কি !
×