ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

যাত্রীবাহি লঞ্চ থেকে ৮০০ কেজি জাটকা জব্দ

প্রকাশিত: ০২:০৭, ২৬ মার্চ ২০১৬

যাত্রীবাহি লঞ্চ থেকে ৮০০ কেজি জাটকা জব্দ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহি লঞ্চে তল্লাশী চালিয়ে ৮০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার ওই জাটকা জব্দ করা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি। কোস্টগার্ড প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কোস্ট গার্ড স্টেশন পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ এর তত্ত্বাবধানে টীম লিডার পেটি অফিসার বাবুল হোসেন খান এর নেতৃত্বে একটি অপারেশন দল বুড়িগঙ্গা নদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এম ভি পূবালী-৭ যাত্রীবাহী লঞ্চে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৮০০ কেজি অবৈধ জাটকা জব্দ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। আটককৃত জাটকার আনুমানিক মূল্য টাকা ২ লাখ ৪০ হাজার টাকা। আটককৃত জাটকাগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগম অত্র জেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরীব-দুস্থদের মাঝে বিতরণ করেন।
×