ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতন

প্রকাশিত: ২২:৫৮, ৩১ জানুয়ারি ২০১৬

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দুই বাজারেই লেনদেন হয়েছে পতনে। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতন হয়েছে। তবে দিনটিতে ডিএসইতে লেনদেন কমলেও সামান্য বেড়েছে সিএসইতে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, রবিবার ডিএসইতে ৩৯৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৮ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪০৫ কোটি টাকার শেয়ার। রবিবারে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো - স্কয়ার ফার্মা, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, সাইফ পাওয়ার, এমারেল্ড অয়েল, আরএকে সিরামিকস, অরিয়ন ইনফিউশন, ইফাদ অটোস, তাল্লু স্পিনিং এবং কাশেম ড্রাইসেলস। রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আল আরাফাহ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড এয়ার, আইটিসি, অলটেক্স, এমারেল্ড ওয়েল, রিজেন্ট টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, শাহজিবাজার পাওয়ার ও স্কয়ার ফার্মা।
×