ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে কৃষকরা এখন দিশেহারা

প্রকাশিত: ২৩:০৭, ২৩ নভেম্বর ২০১৫

নরসিংদীতে কৃষকরা এখন দিশেহারা

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ॥ সবজি ভান্ডার খ্যাত নরসিংদী জেলার কৃষকরা এখন দিশেহারা হয়ে পড়েছে । মোজাইক ও ফাকরা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলার বেলাব, শিবপুর, রায়পুরা উপজেলার প্রায় আড়াইহাজার হেক্টর জমির সীমগাছ হলুদ বর্ন হয়ে ফলন হীন হয়ে পড়েছে । ফলে এ সব জমির সীম গাছ এখন গো খাদ্য হিসেবে পরিনত হয়েছে। কিছু কিছু গাছে সীম হলেও তা আকা বাকা এবং পোকায় আক্রান্ত। এ সব সীম বাজারে কেনা বেচা হয়না । নরসিংদী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ লতাফত হোসেন জানান বীজ বাহিত ভাইরাসে আক্রান্ত এ সব সীম গাছে সবুজপাতা ফড়িং প্রথমে একটি পাতার রস খেয়ে অন্য একটি গাছে বসে এতে ওই গাছটি ভাইরাসে আক্রান্ত হয়। গাছ গুলো আক্রান্ত হওয়ার সাথে সাথে তা কেটে মাটিতে পুতে ফেলতে হতো । তা হলেই এ ভাইরাস ছড়িয়ে পড়তো না । মাঠ পর্যায়ে কৃষি বিভাগের লোক জন কৃষকদেরকে পরামর্শ দিলেই এটা মহামারি আকার ধারন করতো না । নরসিংদীর নলডক্সি সীম এলাকার চাহিদা মিটিয়ে বিদেশে রফতানী করা হতো । এ সীমের দাম অন্য সীমের চেয়ে বেশী ।
×