ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দরবৃদ্ধির শীর্ষে ফিরেছে ওয়েস্টার্ন মেরিন

প্রকাশিত: ০৬:২১, ১৬ এপ্রিল ২০১৫

দরবৃদ্ধির শীর্ষে ফিরেছে ওয়েস্টার্ন মেরিন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড বুধবার দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। এদিন শেয়ারটি ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ দর বেড়ে গেইনারের শীর্ষে রয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, ওয়েস্টার্ন মেরিন সর্বশেষ ৪৮ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানির ৪৭ লাখ ৮১ হাজার ৮৮৭টি শেয়ার ৫ হাজার ১৯৫ বার লেনদেন হয়। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ডাইং। এই কোম্পানির শেয়ার দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ৩০ পয়সা দরে। এদিন কোম্পানির ৩ লাখ ৫ হাজার ১৪৬টি শেয়ার ২১০ বার লেনদেন হয়। এছাড়া দরবৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম স্টিলস লিমিটেড। এই কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮১ শতাংশ। এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের ৯ দশমিক ৭৭ শতাংশ, বাংলাদেশ ফিন্যান্সের ৯ টাকা ৭১ পয়সা, পিপলস লিজিং এ্যান্ড ফিন্যান্স সার্ভিসের ৯ দশমিক ৭০ শতাংশ, লঙ্কাবাংলা ফিন্যান্সের ৯ দশমিক ৬৯ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৯ দশমিক ৬৬ শতাংশ, ম্যাকসন্স স্পিনিং মিলসের ৯ দশমিক ৬৪ শতাংশ এবং ইস্টার্ন হাউজিংয়ের ৯ দশমিক ৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে। ইউনাইটেড পাওয়ারের দর বাড়ার কোন কারণ নেই অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদ্যুত ও জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) শেয়ারের দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনরকম মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
×