ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

যশোর অঞ্চলের পানিবদ্ধ এলাকা চায়না পানি সম্পদ কমিশনের পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, যশোর

প্রকাশিত: ২২:০৬, ২৯ জুলাই ২০২৫

যশোর অঞ্চলের পানিবদ্ধ এলাকা চায়না পানি সম্পদ কমিশনের পরিদর্শন

ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে যশোরের পানিবদ্ধ এলাকা কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর উপজেলার বাস্তব অবস্থা পরিদর্শন এবং করণীয় নির্ধারণে চায়না পানি সম্পদ কমিশনের পক্ষে মি: ক্যা রংরং-এর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভবদহ ২১ ভেন্ট স্লুইস গেট এবং কেশবপুরের আগরহাটি শোলগাতিয়া ব্রিজ এলাকা পরিদর্শন করেছেন।

বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফর রহমানের নেতৃত্বে পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন, সরকারি কমিশনার শরীফ নেওয়াজ, কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ দশক ধরে যশোর অঞ্চলের কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর উপজেলার ৭ লাখ মানুষ পানিবদ্ধতার অভিশাপে মানবেতর জীবনযাপন করছেন। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হাজার হাজার মানুষ পেশা পরিবর্তন করে এলাকা ছেড়ে চলে গেছেন। যারা আছেন, তারা অবর্ণনীয় কষ্টের মধ্যে দিনপাত করছেন।

ইমরান

×