ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সড়ক যেন মরণ ফাঁদ, দুর্ভোগে লাখো মানুষ 

মো. বদরুল আলম বিপুল, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সখীপুর, টাংগাইল

প্রকাশিত: ১৮:৫৫, ২৯ জুলাই ২০২৫

সড়ক যেন মরণ ফাঁদ, দুর্ভোগে লাখো মানুষ 

ছবি: জনকণ্ঠ

টাঙ্গাইলের সখীপুর-সাগরদিঘী সড়ক বর্ষা এলেই পথচারী ও স্থানীয়দের জন্য যেন মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা ঘটে এ সড়কে। এই সড়কটি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে, যার মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল রয়েছে। 

গত সোমবার (২৮ জুলাই) থেকে আজ মঙ্গলবার (২৯ জুলাই) সখীপুর-সাগরদিঘী রাস্তার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, সৌ‌খিন মোড় থে‌কে সখীপুর স‌রকারি ক‌লেজ পর্যন্ত, কচুয়া বাজার চৌরাস্তা অংশ এবং কচুয়া বাজার থে‌কে আড়াইপাড়া পর্যন্ত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক যান চলাচল কঠিন হয়ে দাঁড়িয়েছে। 


সখীপুর-সাগরদিঘী সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন প্রায় লাখো মানুষ চলাচল করে এই রাস্তায়। সখীপুর, মির্জাপুর, বাসাইল, কালিহাতি, ঘাটাইল এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া, ভালুকা, গফরগাঁও, ত্রিশাল, মুক্তাগাছা উপজেলার সংযোগ সড়ক এটি। এসব অঞ্চলের বাণিজ্যিক পণ্য আমদানি-রপ্তানির সড়কও। এছাড়াও বাংলাদেশের অন্যতম বৃহৎ কলার হাট কুতুবপুর যেতে হয় এ সড়ক দিয়েই। বর্তমানে আম-কাঠালের মৌসুম। এ সময় সখীপুর থেকে সারাদেশে প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার কাঠাল রপ্তানি করা হয়ে থাকে। সড়কে খানাখন্দ থাকায় ব্যবসায়ীরা নির্বিঘ্নে আম-কাঠালসহ অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি করতে পারেন না। অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন সরকারী মুজিব কলেজ, মহিলা অনার্স কলেজ, বিএএফ শাহীন কলেজ, বিকে কলেজসহ বিভিন্ন স্কুলে এ রাস্তায় যাতায়াত করে। রাস্তার অবস্থা বেহাল হবার কারণে সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না শিক্ষক-শিক্ষার্থীরা।

সরকারি মুজিব কলেজের ইন্টার ২য় বর্ষের শিক্ষার্থী রাজা বলেন, রাস্তার অবস্থা ভীষণ খারাপ কলেজে সঠিক সময়ে পৌঁছানো যায় না। অটোতে আসি ভয় লাগে কখন না জানি ঘাড়ি উলটে যায়, কাপড়, বই, খাতা ভিজে যায়। রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানাই আমি। 

অটোরিকশা চালক আরজু বলেন, সখীপুর-কচুয়া-সাগরদিঘী সড়কে একবার গাড়ি নিয়ে বের হইলে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। আয় যা করি গাড়ি মেরামত করতেই তা শেষ হয়ে যাচ্ছে। আমরা গরিব মানুষ গাড়ি না চালাইলে খামু কি? তারপরও বাধ্য হয়ে গাড়ি চালাই।

কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলা মিয়া জানান, এই সড়ক দিয়ে হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। মাঝেমাঝেই ছাত্র-ছাত্রীরা রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছে, এটি অত্যন্ত বেদনাদায়ক। 

মির্জাপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, গোড়াই-সখীপুর সড়কটি ১৫ টন ধারণক্ষমতার হলেও ইট, পাথর, মাটি ও রডবোঝাই ট্রাকসহ ৩০ টনের বেশি ওজনের যানবাহন চলাচল করে। এই কারণে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

এ ব‌্যাপা‌রে সড়ক ও জনপথ (সওজ) টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান বলেন, ভারী ও অতি বৃষ্টিপাতের কারণে সড়কে খানাখন্দকের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ক‌য়েক‌দিন আ‌গে সখীপুর-কচুয়া সড়‌কের মিলপাড় এলাকায় জরুরি ভিত্তিতে বিভাগীয় মেরামতের মাধ্যমে সড়কটি যানবাহন চলাচল উপযোগী করা হয়। 

তিনি বলেন, সড়কটির স্থায়ী সংস্কার কাজ সম্পাদনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চলতি অর্থবছরে পিরিয়ডিক মেনটেনেন্স প্রোগ্রাম সড়ক মেজর এর আওতায় আড়াইপাড়া হতে সখীপুর পর্যন্ত প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, প্রস্তাব অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে দরপত্র প্রক্রিয়া শেষে আগামী দুই-তিন মাসের মধ্যে সড়কটির স্থায়ী সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

আবির

আরো পড়ুন  

×