
ছবি: সংগৃহীত
গাইবান্ধার সাঘাটা থানায় দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক অজ্ঞাত যুবক। বাধা দিলে ছুরি হামলায় আহত হন উপপরিদর্শক (এসআই) মহসিন আলী। পরে পালানোর সময় ওই যুবক থানার পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পৌনে ১১টার দিকে। আহত এসআই মহসিন আলীকে হাত ও কপালে আঘাত নিয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, রাতে একটি স্থানীয় বিরোধ মীমাংসার জন্য উভয়পক্ষ থানায় আসলে ২৫-৩০ বছর বয়সী এক যুবক থানার ভেতরে ঘোরাঘুরি করছিল। হঠাৎ সে ডিউটিতে থাকা কনস্টেবলের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে এসআই মহসিনকে ছুরি দিয়ে আঘাত করে সে। এরপর পালিয়ে গিয়ে থানার পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়।
সাঘাটা থানার এসআই মশিউর রহমান জানান, যুবকটি দুপুর থেকেই থানায় ঘুরছিল এবং সন্দেহজনক আচরণ করছিল। ধারণা করা হচ্ছে, সে মানসিকভাবে অস্থির ছিল। ঘটনাটির পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাতভর খোঁজ চালালেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকাল থেকে ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাবে।
এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আবির