ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

নীলফামারীতে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’: জুলাই গণহত্যার বিচারের দাবিতে উত্তাল নীলফামারী

রিপন ইসলাম শেখ, নীলফামারী

প্রকাশিত: ১৬:০২, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ১৬:০২, ২৫ জুলাই ২০২৫

নীলফামারীতে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’: জুলাই গণহত্যার বিচারের দাবিতে উত্তাল নীলফামারী

ছবি: জনকণ্ঠ

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। "জুলাই দ্রোহ" কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটায় জেলা শহরের বড় মসজিদ থেকে প্রধান সড়কে এক বিশাল কর্মসূচি পালিত হয়।

সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন সরকার নির্বিচারে অসংখ্য মানুষকে হত্যা করেছিল, যা ইতিহাসের পাতায় জুলাই গণহত্যা নামে পরিচিত। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসাথে, নিহতদের স্মরণে জাতীয় শোক দিবস ঘোষণারও দাবি জানানো হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই নির্মমতার ইতিহাস সম্পর্কে জানতে পারে।

বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের নীলফামারী শহর শাখার সেক্রেটারি সেলিম উদ্দিন, সাবেক জেলা সভাপতি আহমাদ রায়হান, আব্দুর রাজ্জাকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন যেখানে জুলাই গণহত্যার বিচার এবং দোষীদের শাস্তির দাবি সম্বলিত স্লোগান লেখা ছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিরুদ্ধেও স্লোগান দেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

ছাত্রশিবিরের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়াও তারা স্পষ্ট জানিয়ে দেন, জুলাই গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। এই ঘোষণা তাদের আন্দোলনের তীব্রতা ও দৃঢ়তার ইঙ্গিত দেয়।

আবির

×