
পটিয়া উপজেলার বিসিক শিল্প নগরীতে অবস্থিত নিটেক্সপো লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন না দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত বিক্ষোভ করেছেন।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। একাধিকবার বেতন প্রদানের আশ্বাস দেওয়া হলেও নির্ধারিত তারিখে তা দেওয়া হয়নি।
বিক্ষোভরত এক শ্রমিক বলেন, “আমরা মাসের পর মাস কাজ করি, অথচ সময়মতো বেতন পাই না। আমাদের ঘরে খাবার নেই, সন্তানদের স্কুলের ফি দেওয়া সম্ভব হচ্ছে না।”
এ বিষয়ে গার্মেন্টস মালিক নওয়াব আলি জানান, শ্রমিকদের বেতন আগামী ৩০ তারিখের মধ্যে পরিশোধ করা হবে।
এদিকে, শ্রমিকদের বিক্ষোভের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে শ্রমিকদের দাবি বেতন না দেওয়া পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, গত ৬ মাস আগে চালু হওয়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘নিটেক্সপো লিমিটেড’ কারখানাটিতে বর্তমানে প্রায় ৭০০ শ্রমিক কর্মরত রয়েছেন।
Mily