ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

কালকিনিতে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর ও হত্যার হুমকি

মো. জাফরুল হাসান, কালকিনি

প্রকাশিত: ১৯:১৪, ২৪ জুলাই ২০২৫

কালকিনিতে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর ও হত্যার হুমকি

মাদারীপুরের কালকিনিতে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সায়েম হোসেন নামের এক যুবককে মারধর ও হত্যার হুমকি দিয়েছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী বখাটে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধনও করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিকারমঙ্গল রাশিদিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল রাশিদিয়া আলিম মাদ্রাসার নারী শিক্ষার্থীদের নিয়মিত উত্যক্ত করে আসছে একদল স্থানীয় যুবক। সম্প্রতি এক নারী শিক্ষার্থীর ভাই সায়েম হোসেন এ ঘটনার প্রতিবাদ করলে, সোমবার দুপুরে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় সায়েম হোসেন বাদী হয়ে সাকিল মৃধা, আসাদ ঢালী, জীবন আকন ও হাসানাত বেপারীর নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম ওই চারজনসহ নাইম, হানিফ, তৌফিক ও সাবিতসহ আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী সায়েম বলেন, “আমার বোনকে নিয়মিত ইভটিজিং করতো একদল বখাটে। আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে এবং হত্যার হুমকি দিয়েছে তারা।”

শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “সায়েম প্রতিবাদ করার পর তাকে মারধর ও হুমকি দেওয়া হয়। আমরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।”

কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, “ঘটনাটি তদন্তাধীন। থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সাইফ উল আরেফীন বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

নুসরাত

×