ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ফটিকছড়িতে কিশোরী ধর্ষণ মামলায় ষাটোর্ধ্ব আত্মীয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা,ফটিকছড়ি,চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:৫৯, ১৫ জুলাই ২০২৫

ফটিকছড়িতে কিশোরী ধর্ষণ মামলায় ষাটোর্ধ্ব আত্মীয়ের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে কিশোরী ধর্ষণের দায়ে আবু তাহের (৬১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৫ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবু তাহের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ হাজিরটিলা এলাকার বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, আত্মীয়তার সুবাদে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর রাতে ওই কিশোরীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন তাহের।

আটজন সাক্ষীর জবানবন্দিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড, তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Mily

×