ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

৬ দফা দাবি না মানলে সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচির হুশিয়ারি ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সহকারীদের

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২০:৪২, ৮ জুলাই ২০২৫; আপডেট: ২০:৪৩, ৮ জুলাই ২০২৫

৬ দফা দাবি না মানলে সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচির হুশিয়ারি ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সহকারীদের

ছবিঃ সংগৃহীত

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে জেলার পাঁচ উপজেলার প্রায় ১৬৬ জন স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মো. বজলার হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মো. ফইজুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য সহকারী জেসমিন নাহার লাকি, হরিপুর উপজেলা স্বাস্থ্য সহকারী মোছা. রেহেনা পারভীনসহ অনেকে।

বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক/সম্মান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৩তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য উপদেষ্টাকে অনুরোধ জানান।

আগামী ৩০ আগস্টের মধ্যে তাদের দাবি মেনে না নিলে তারা ১ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

ইমরান

×