
ছবি: জনকণ্ঠ
ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উদ্যোগে গুরু (প্রশিক্ষক) ও শিষ্যদের (প্রশিক্ষণার্থী) নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ জুলাই, ২০২৫) সকালে সংস্থার নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক মো. আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার উপ-পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. জাহিদুর রহমান এবং উপ-পরিচালক (আইটি ও এমআইএস) মো. ফোরকান মিয়া। এ ছাড়াও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিক্যাল ও রেফ্রিজারেশন, ইলেকট্রনিকস, মোটরসাইকেল রিপেয়ারিং, বিউটিফিকেশন ও সেলাইসহ বিভিন্ন ট্রেডের ৭০ জন গুরু এবং তাদের অধীনে প্রশিক্ষণরত ১৭০ জন শিষ্য অংশগ্রহণ করেন। এ সময় তারা তাদের প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, RAISE প্রকল্পের আওতায় পরিচালিত ‘গুরু-শিষ্য’ কার্যক্রম দেশের অনানুষ্ঠানিক খাতের কর্মীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কার্যক্রমের মাধ্যমে শিষ্যরা হাতে-কলমে প্রশিক্ষণ পাওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ লাভ করছেন।
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (RAISE)’ প্রকল্পের অধীনে পরিচালিত ছয় মাস মেয়াদী ‘গুরু-শিষ্য’ কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
ছামিয়া