ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা সংরক্ষণ শীর্ষক কর্মশালা

একটি জাতি কখনো ক্ষুদ্র হতে পারে না: কৃষিবিদ কাজল তালুকদার

ইকবাল হোসেন, রাঙামাটি

প্রকাশিত: ১৮:১৬, ২৯ জুন ২০২৫

একটি জাতি কখনো ক্ষুদ্র হতে পারে না: কৃষিবিদ কাজল তালুকদার

ছবি: সংগৃহীত

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নৃ-গোষ্ঠীর ভাষা সংরক্ষণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। রোববার সকাল ১০টায় পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

কর্মশালায় বক্তব্যে তিনি বলেন, “একটি জাতি কখনো ক্ষুদ্র হতে পারে না। ভাষা একটি জাতির অস্তিত্বের মূল ভিত্তি। পার্বত্য অঞ্চলের অনেক ক্ষুদ্র সম্প্রদায়ের ভাষা বিলুপ্তির পথে—তাই এসব ভাষা সংরক্ষণে আমাদের এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলে কিছু সম্প্রদায়ের জনসংখ্যা কম হলেও তাদের নিজস্ব ভাষা রয়েছে। কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে সে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে।”

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম, রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম এবং ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (ভাষা, গবেষণা ও পরিকল্পনা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

কর্মশালায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী, কবি, লেখকসহ প্রায় ৪২ জন প্রতিনিধি, যারা নিজেদের মাতৃভাষা সংরক্ষণ ও প্রচারে সচেতনতামূলক আলোচনা করেন।

আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখার পাশাপাশি জাতিগত ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আসিফ

×